নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান অভিনীত ছবি ‘মায়াবতী’ মুক্তি পেয়েছে চলতি বছর ১৩ সেপ্টেম্বর। দেশের বেশ ক’টি সিনেমা হলে সগৌরবে চলছে ছবিটি। দেশের পর এবার ‘মায়াবতী’ যাচ্ছে বিদেশের মাটিতে। আগামী ২৭ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আনোয়ার আজাদ ফিল্মস-এর কর্ণধার কানাডা প্রবাসী আনোয়ার আজাদ জানান, আগামী ২৭ অক্টোবর ‘মায়াবতী’ যাচ্ছে অস্ট্রেলিয়ায়। সেখানে একাধিক শোয়ের আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়ার পর আমরা যাব কানাডায়। আগামী ১০ নভেম্বর টরন্টোর উডসাইড সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে। এরপর কানাডার অন্য শহরগুলোতেও ছবিটি যাবে।’

তিনি আরও জানান, কানাডার পর ‘মায়াবতী’ যাবে আমেরিকায়। এরপর সুইডেন ও ইংল্যান্ড। এভাবে আমরা ছবিটি নিয়ে বিশ্ব ভ্রমণ করতে চাই।

নারী পাচার ও যৌনপল্লীর গল্প নিয়ে ‘মায়াবতী’ নির্মাণ করেছেন পরিচালক অরুণ চৌধুরী। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন, ফলজুর রহমান বাবু, আফরোজা বানু, আগুন, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।