১১ দফা দাবিতে অচলাবস্থা বিরাজ করছে ক্রিকেট অঙ্গনে। ক্রিকেটার-বিসিবি দ্বন্দ্বে মনে হচ্ছিলো সমস্যা আরও বাড়বে। গতকাল বোর্ড থেকে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে না পারলেও আজ যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় মিরপুরে সাংবাদিকদের নিজামউদ্দিন বলেন, ‘আমরা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তামিমের সঙ্গে কথা হয়েছে আমার। সে জানিয়েছে তারা নিজেদের মধ্যে আলাপ করে আমাকে দ্রুতই জানাবে।’

দাবি মানা হবে কিনা এমন প্রশ্নে নিজামউদ্দিন বলেন, ‘আপনারা জানেন, আমাদের সভাপতি গতকালই বলেছেন বেশিরভাগ দাবি দাওয়াই অর্থ সম্পর্কিত যা বসেই সমাধান করা যাবে।’

খেলোয়াড়দের উদ্দেশ করে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘আমি বিসিবির পক্ষ থেকে বলছি, আমরা যেকোনো জায়গায় বসতে রাজি, বিকেল ৫টায় আমরা এভেইলেবল। তারা যদি বোর্ডে আসে তাও রাজি, এছাড়া অন্য কোনো জায়গায় বসতে চাইলেও আমরা এভেইলেবল আছি।’

খেলোয়াড়রা একসঙ্গে হয়েও আজ নিজেদের মধ্যে বসার কথা রয়েছে। এরপরেই তারা ঘোষণা করবেন তাদের পরবর্তী পরিকল্পনা।