ফ্রান্সের একটি মসজিদের বাইরে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বাওয়ান শহরে এ হামলা চালানো হয়েছে।  পুলিশ হামলাকারীকে আটক করেছে। 

মঙ্গলবার ফরাসি পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে। 

পুলিশ বলছে, ৮৪ বছর বয়সী এক বৃদ্ধ রবিবার স্থানীয় সময় ৩টা ২০ মিনিটের (বাংলাদেশ সময় ৮টা ২০) দিকে  মসজিদের বাইরে ওই হামলা চালান। এর আগে তিনি মসজিদের দরজায় আগুন লাগানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনাটি দেখে ফেলায় তিনি দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করেন। এতে গুরুতর আহত হন ৭০ বছর বয়সী দুই ব্যক্তি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওই হামলাকারী মসজিদের বাইরে দুজনকে গুলি করার পর একটি গাড়িতে আগুন দেয়ারও চেষ্টা করেন। হামলার পর তিনি বাড়ির দিকে রওয়ানা হন। পরে বাড়ির কাছ থেকে ওই হামলাকারীকে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তিনি কি কারণে মসজিদে এ হামলা চালিয়েছেন সে বিষয়েও কিছু জানা যায়নি। 

ফ্রান্সের প্রেসিডেন্ট এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘জঘন্য’ বলে অভিহিত করছেন।