ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ে ইতিমধ্যেই রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক এখন নতুন এক রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন।
আর এই রেকর্ড গড়তে মাহমুদুল্লাহর আর মাত্র দুটি ছক্কার প্রয়োজন। আর দুটি।ছক্কা হাকাতে পারলেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০টি ছক্কার মাইলফলক স্পর্শ করবেন তিনি। এখন পর্যন্ত ৮১ ম্যাচে অংশ নিয়ে ৪৮টি ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের পক্ষে এর চেয়ে বেশি ছক্কা অন্য কোনো ব্যাটসম্যানের নেই।
মাহমুদউল্লাহর পর দ্বিতীয় সর্বোচ্চ ৪০টি ছক্কা মেরেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিম খেলেছেন ৭১টি ম্যাচ। এরপর ৭৬ ম্যাচের ক্যারিয়ারে এই তালিকায় তৃতীয় সর্বোচ্চ ৩৩টি ছক্কা মেরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।