নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা বাতিলের দাবিতে কিশোরগঞ্জ থেকে ঢাকসহ সকল রুটে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা।

বৃহস্পতিবার সকাল থেকে চালকরা কিশোরগঞ্জ থেকে ঢাকা সকল রুটের বাস চলাচল বন্ধ রেখেছে।

এর ফলে জেলা শহরের বত্রিশ ও গাইটাল আন্ত:জেলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা বাস চলাচল বন্ধ রয়েছে।

আচমকা ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকেই কিশোরগঞ্জ থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের শতশত যাত্রীদের ভীড় জমে আছে জেলা সদরের ঢাকাগামী বাসষ্ট্যান্ড।

আন্তঃজেলা বাস টার্মিনালের বিভিন্ন চালকদের সাথে কথা হলে তারা জানান, সরকার যে আইন করেছে সে মোতাবেক আইন মেনে পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়।

যদি পাঁচ লাখ টাকা জরিমানা দেয়ার ক্ষমতা আমাদের থাকতো তাহলে গাড়ি না চালিয়ে ব্যবসা শুরু করতাম। যদি এভাবে জরিমানা দিয়ে গাড়ি চালাতেই হয়, সে ব্যবস্থা গাড়ির মালিকগণই করবে। প্রয়োজনে তারা গাড়ি চালাবে, আমরা চালাবো না।

এদিকে আন্ত:জেলা বাস টার্মিনালে চালকরা সড়ক পরিবহণ নতুন আইন বাতিল করার দাবি জানিয়েছেন। তারা সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়েজ স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল করার দাবি জানান।

চালকদের ধর্মঘটের ব্যাপারে জেলা মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন রাইজিংবিডিকে জানান, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন মেনেই তো গাড়ি চলবে। সকাল থেকে বিভিন্ন রুটের কিছু সংখ্যক চালক গাড়ি চালানো বন্ধ রেখেছে। তাতে সাধারণ যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। তাই এ ব্যাপারে আমরা জেলা মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের সাথে আলোচনা চালাচ্ছি। তারপর আমরা শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কথা বলব। আলোচনা শেষে হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছা যাবে।