সাংবাদিক রফিকুল ইসলাম

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ময়মনসিংহ ডিএফএ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্ণামেন্ট বুধবার বিকালে উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন। ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) শাহ আবিদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম, সেরা করদাতা মাহবুব রেজা করিম মুরাদ। এছাড়া জেলা ফুটবল এসোসিয়েশনের সবাপতি একেএম দেলোয়ার হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বুধবার বাংলাদেশ পুলিশ এফসি বনাম চট্রগ্রাম আবাহনী লিঃ মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশ পুলিশ এফসি, চট্টগ্রাম আবাহনী লিঃ কে ৪-৩ গোলে হারিয়েছে।
খেলায় বাংলাদেশ পুলিশ এফসি দলের ম্যানেজার হিসাবে ছিলেন অতিরিক্ত আইজিপি (রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, মিরপুর ), বাংলাদেশ পুলিশ, ঢাকা শেখ মোহাম্মদ মারুফ হাসান, বিপিএম-পিপিএম এবং চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার হিসাবে ছিলেন মাহবুবুর রহমান সুমন। অপরদিকে রেফারী হিসাবে ছিলেন মাইনুল ইসলাম, মনোয়ার হোসেন মনির, সাকের হোসেন রানা ও এনামুল। খেলার প্রথমার্ধে বাংলাদেশ পুলিশ এফসির পক্ষে ডিবেরা ও বাবলু দুটি গোল করে পুলিশ দলকে বিজয়ী হতে অধিক শক্তি জোগায়। শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশ এফসি দল বিজয়ী হয়।
প্রথম খেলায় নৈপুণ্য খেলার মধ্যদিয়ে বাংলাদেশ পুলিশ এফসি বিজয়ী হওয়া বাংলাদেশ পুলিশ এফসিকে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার সাইফ স্পোটিং কাব বনাম চট্টগ্রাম আবাহনী লিঃ, ৬ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ পুলিশ এফসি বনাম সাইফ স্পোটিং কাব লিঃ এবং ৮ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদির বিকাল পৌনে তিনটায় এ খেলা হবে।