স্ট্যামফোর্ড ক্রিকেট লীগ ২০১৯ এর চ্যাম্পিয়ন “SAL ইলেভেন স্টার্স”।

গত ৫ ডিসেম্বর ২০১৯ স্ট্যামফোর্ড ক্রিকেট লীগ ছয়টি দল নিয়ে টুর্নামেন্ট টি শুরু করে। গেন্ডারিয়া পুলিশ ব্যারাক মাঠে সবগুলো খেলা অনুষ্ঠিত হয়। ৬টি দল হলো:
১। SAL ইলেভেন স্টারস,
২। স্ট্যামফোর্ড ওয়ারিওরস,
৩। স্ট্যামফোর্ডিয়ান সুলতান্স,
৪। স্ট্যামফোর্ডিয়ান ঠান্ডারবোল্টস,
৫। কিংস অব স্ট্যামফোর্ড,
৬। কুল ইলেভেন

গত ৫ ডিসেম্বর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচটি “SAL ইলেভেন স্টারস” বনাম “কিংস অব স্ট্যামফোর্ড”। “কিংস অব স্ট্যামফোর্ড” জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ১২৯/১০ রানে অলআউট হয়। ৪ ওভারে ১৯ রান দিয়ে মাহিদ হাসান সাদি (জার্সি ৫৩) চারটি উইকেট লাভ করেন। “SAL ইলেভেন স্টারস” ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে নামে সাইফুল মজুমদার অপু (জার্সি ১০) ও আজাহার (জার্সি ১৮)। ৮৬ রানের বড় পার্টনারশিপের বদৌলতে ৮ উইকেটে জয়লাভ করে “SAL ইলেভেন স্টারস”। সাইফুল মজুমদার অপু (জার্সি ১০) ১৭ বলে ৪৩ রান করেন। ম্যাচসেরা হন মাহিদ হাসান সাদি (জার্সি ৫৩) ৪-৪-১৯।

চ্যাম্পিয়ন – “SAL ইলেভেন স্টারস”
ফার্স্ট রানার্সআপ – “স্ট্যামফোর্ড ওয়ারিয়র ইলেভেন”
সেকেন্ড রানার্সআপ – “স্ট্যামফোর্ডিয়ান সুলতান্স”

“SAL ইলেভেন স্টারস” এর টিম ক্যাপটেন ছিলেন সাইফুল মজুমদার অপু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহসান আবির। “SAL ইলেভেন স্টারস” দলের মিডিয়া পার্টনার ও স্পন্সর করেছিলেন উচ্চকণ্ঠ।

গত ৭ ডিসেম্বর ২০১৯, মধ্যকার ফাইনাল ম্যাচ টি “SAL ইলেভেন স্টারস” বনাম “স্ট্যামফোর্ড ওয়ারিওরস” বেলা ১২.১৫ এ অনুষ্ঠিত হয়।

খেলা শুরু হওয়ার আগে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীগণ সহ ঢাকা বারের বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার উচ্চকণ্ঠ অনলাইন পত্রিকার
সম্পাদক ও প্রকাশক
মুহাম্মদ রকিবুল হাসান (রনি)।
বিশেষ প্রতিনিধি-সুমাইয়া আনিকা, উচ্চকণ্ঠ,। ঢাকা মহানগর উত্তর প্রতিনিধি সাইফুল ইসলাম, উচ্চকণ্ঠ।ঢাকা মহানগর দক্ষিণ প্রতিনিধি খোরশেদ আলম ভূঁইয়া, উচ্চকণ্ঠ।

“স্ট্যামফোর্ড ওয়ারিওরস” টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০
ওভারে ৯০ রানে অলআউট হলে “SAL ইলেভেন স্টার্স” ওপেনিং জুটিতেই ৬৪ রানের ইনিংস খেলে। খুব সহজেই উইকেটে জয়লাভ করে তারা।

ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ – সাইফুল মজুমদার অপু, বেস্ট ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হন টুর্নামেন্টের সাইফুল ইসলাম অপু। বেস্ট বোলিং হিসেবে নির্বাচিত হন হৃদয়। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হন ডি এম সাব্বির।

বিজয়ী দলের খেলোয়াড় বৃন্দ : টিম ক্যাপ্টেন সাইফুল মজুমদার অপু, ভাইস ক্যাপ্টেন মোহাম্মদ ফয়সাল, আহসান আবির, অমিত হাসান, আলী হোসেন জন, মাহীদ হাসান সাদি, শরিফুল আলম, আজহারুল ইসলাম, সিফাত উল্লা অসীম, বিপ্লব হোসেন, রাসেল হাসান, এহসান খন্দকার, অমিত হাসান, তানভির আহ্মেদ সৈকত, মোঃ হৃদয় হোসেন, আশরাফ আনন্দ

ম্যানেজার মাহফুজুর রহমান ইলিয়াস,
কোচ মেহেদি হাসান জুয়েল,
টিম সমন্বয়ক আহসান আবির।

স্টামফোর্ড ক্রিকেট লীগের ২০১৯ এর আহ্বায়ক ছিলেন- মুক্তাদির আহমেদ কাজল, সদস্য সচিব আব্দুর রব খান পল্লব, টুর্নামেন্টের সার্বিক যোগিতায় ছিলেন- মাশরাত আলী তুহিন।