সাংবাদিক রফিকুল ইসলাম

কুমিল্লা জেলা গোয়েন্দা সংস্থার একটি চৌকস টিম দুইটি পৃথক অভিযানের মাধ্যমে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মূল্যের সর্বমোট এগারো হাজার পাঁচশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ দুই মাদক কারবাড়িকে হাতে নাতে গ্রেপ্তার করে ۔
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোকাদ্দেস হোসেন এর নের্তৃত্বে এস আই তপন কুমার বাকচী ، এস আই মোঃ কামাল হোসেন ،এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এবং সঙ্গীও অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকটি নিরিবিচ্ছিন্ন পর্যবেক্ষণ করে গত ১৭// ১২// ১৯ই তারিখে দিবাগত রাত অর্থাৎ ১৮// ১২//১৯ তারিখ রাত ৩ টা সময় কোতোয়ালি মডেল থানাধীন গাজীপুর গ্রামের মিন্টু সাহার বাড়ির সামনে রাস্তার উপর থেকে মোঃ শাহীন (৫৫)) পিতা মৃত বাচ্চু মিয়া গ্রাম গাজীপুর (দক্ষিণ পাড়া ) থানা কোতোয়ালি মডেল জেলা কুমিল্লা কে পঞ্চাশটি এয়ার টাইট প্যাকেট এর ভিতরে রক্ষিত দশ হাজার পিস্ ইয়াবা টেবলেট যার আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ টাকা সহ গ্রেপ্তার করা হয় ۔
এছাড়া গত ১৮ ই ডিসেম্বর জেলা পুলিশের একটি চৌকস টিম আবাদি জমি ও এর আশেপাশে ছদ্দবেশে অবস্থান করে সকাল ৬ ‘৪৫ মিনিটে সদর দক্ষিণ থানা ধিন শ্রীপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে মোঃ জসিম (২০) পিতা মৃত আইয়ুব আলী গ্রাম মুড়া পাড়া (পূর্ব পাড়া ) কে এয়ার টাইট প্যাকেটের ভিতরে রক্ষিত ১৫০০ পিস্ ইয়াবা ট্যাবলেট আটক করে যার আনুমানিক মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ তাকে গ্রেফতার করা হয় ۔۔۔