ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়। 
আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে, দুটি ঘটনায়ই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


এদিকে প্রক্টরিয়াল টিম থাকা অবস্থায় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 


জানা যায়, সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংলগ্ন মধুর ক্যান্টিনের সামনে ককটেলগুলো বিস্ফোরিত হয়। খবর পেয়ে সাথে সাথে প্রক্টরিয়াল বডি সেখানে যায়। তবে কে বা কারা এটি করেছে সেটি জানা যায় নি।


জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের প্রক্টর অধ‌্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, সব সময় ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করে তুলতে চায় তারাই এ কাজ করেছে। আমরা খতিয়ে দেখছি। এ চক্রকে সনাক্ত করার চেষ্টা করছি।