টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত দুজন হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার পাটাক এলাকার খোকা মিয়া (৬০) ও চট্টগ্রামের পটিয়া থানার কৈয়গ্রাম এলাকার (৭০)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে তারা মারা যান।

গত রাত ১০টার দিকে ২৬ নম্বর খিত্তায় খোকা মিয়া ও রাত ১টার দিকে মোহাম্মদ আলী মারা যান। তারা দু’জন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে মরদেহের জিম্মাদার আদম আলী গণমাধ্যমকে জানিয়েছেন।

এছাড়া গতকাল সকালে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ইয়াকুব আলী (৮৫) নামে এক মুসল্লি মারা যান। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার নাখিলপাড়া এলাকার হাশেম আলীর ছেলে।

গতকাল বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।