বাবু
বেগম করফুলের নেছা ফাউন্ডেশন এর শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষা বিষয়ক উপকমিটি গঠন করা হয়। জেলার আদর্শ সদর উপজেলার ১নং কালির বাজার ইউনিয়ন এলাকার ধনুয়াখলা আদর্শ গ্রামের বেগম করফুলের নেছা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠানতা সিভিক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আলি আকবর এর সভাপতিত্বে রবিবার দুপুরে ফাউন্ডেশন ভবনের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং কালির বাজার ইউনিয়ন পরিষদের একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান হাজী সেকান্দর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিক গ্রুপের পরিচালক তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলি আশরাফ আশু। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ধনুয়াখলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামিম হায়দার, রানীর বাজার হাফেজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, ধনুয়াখলা সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোশারফ হোসেন, প্রবাসী সাংবাদিক রোস্তম খান, ইউরোপ প্রবাসী আওয়ামিলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম, মাহবুব হক পাপ্পু, নামজুল হাসান লিটন, বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী রফিকুল ইসলাম দুলাল, মোঃ শামীম ভূইয়া, প্রবাসী ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, এডঃ জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রীতিভোজ ও ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি সহ আমন্ত্রীত অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।