নিজস্ব প্রতিবেদন:

গত ১৭/১/২০২০ ইং তারিখ রোজ শুক্রবার আনুমানিক সকাল ১০ ঘটিকার দিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদকৃত প্লট অবৈধ দখলদার থেকে মুক্ত করে প্রকৃত মালিকগনের নিকট বুঝিয়া দেওয়ার প্রক্রিয়া চলছিল। উক্ত সময়ে অবৈধ দখলদাররা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মরত ব্যক্তি বর্গের উপর অতর্কিত হামলা চালায়। এই সংঘর্ষে বেশ কয়েকজন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা আহত হন। উল্লেখযোগ্য নির্বাহী প্রকৌশলী শাহিন মিয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী নেজামুল হক মজুমদার, সার্ভেয়ার আব্দুর রহমান হামলার শিকার হন। আইনশৃঙ্খলা বাহিনী এই সংঘর্ষ প্রতিহত করতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য (আনসার) এগিয়ে গেলে তাদের ওপরও চওড়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। পুলিশের তিনটি মোটর সাইকেল ভাঙচুর এবং একটি পুলিশের ওয়ারলেস সহ আইনশৃঙ্খলা বাহিনীর আর্মস নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনাটিকে কেন্দ্র করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রূপনগর থানায় একটি মামলা করেন। যার মামলা নং ১১। ঘন্টা চারেক পর পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলে জানা যায়। পরিস্থিতি এখন স্বাভাবিক।