গত এক মাসে চীনে হু হু করে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আতঙ্কে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে চীনের ইউহান প্রদেশের বাসিন্দাদের। অন্যান্য দেশেও তাদের যেতে দেওয়া হচ্ছে না। এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এতটাই দ্রুত ছড়িয়ে পড়ছে যে তা কল্পনারও বাইরে।

জানা গেছে, চীনের ঝেজিয়াং প্রদেশে দুজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, যাদের শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে যথাক্রমে ৫০ সেকেন্ডে ও ১৫ সেকেন্ডে। চীনের সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে।

ঝেজিয়াং প্রদেশের হাংঝউ এলাকার এক বাসিন্দার সঙ্গে এই ঘটনা ঘটেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন একজন মানুষের পাশে হাসপাতালে ৫০ সেকেন্ড দাঁড়িয়েছিলেন তিনি। আর তাতেই তাঁর শরীরে ওই ভাইসার ঢুকে যায়। দুজনের মুখেই তখন কোনো মাস্ক ছিল না।

সূত্র : কলকাতা টাইমস