আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারতের যুবারা। ফাইনালে ভারতের দেওয়া ১৭৮ রানের টার্গেটে ব্যাটিং করছিল বাংলাদেশ। ৪১ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৬৩ রান। আর পর বৃষ্টি শুরু হয়।

বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ দাড়ায় ৫ ওভারে ৭ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩ উইকেটে জয়ে পায়।

যুব বিশ্বকাপ সবশেষ বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে। সেবার কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল দল দুটির। যথারীতি ভারত হয়েছিল বিজয়ী। এ ছাড়া আরো সাতবার মুখোমুখি হয়েছে দল দুটি। তার মধ্যে দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বাকি পাঁচটিতে ভারত ৪, বাংলাদেশ ১।

২০১৮ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ মাত্র ২ রানের ব্যবধানে হেরেছিল। ২০১৯ এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশ হেরেছে ৫ রানে। সবশেষ গেল বছরের জুলাইতে ইংল্যান্ডের মাটিতে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তাই একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য।