পাকিস্তানের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। তবে বিধ্বস্ত হওয়ার পর পাইলট বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। 

জানা গেছে, এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। বিমান বাহিনীর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যান্য দিনে মতো এদিনও নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড়োজাহাজটি উড্ডয়ন করেছিল।

পাকিস্তান বিমান বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ বিষয়ে ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এ মাসে এটি পাকিস্তানের দ্বিতীয় বিমান বিধ্বস্তের ঘটনা। এর আগে গত ৭ ফেব্রুয়ারি পাঞ্জাবে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।