ইউরোপিয়ান ক্লাব সেরার প্রতিযোগিতা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি। নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
জানা যায়, ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় আগামী ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছে ম্যানচেস্টারের ক্লাবটি। তবে উয়েফার এ রায়ের বিপক্ষে আপিল করা যাবে। সিটির পক্ষ থেকে বলা হয়েছে, উয়েফার এ রায়ে তারা ‘হতাশ হলেও বিস্মিত হয়নি।’
ম্যানসিটি তাদের বিবৃতিতে বলেছে, ‘ক্লাব সবসময়ই একটি স্বাধীন গর্ভনিং কমিটির কথা বলে আসছে। যারা অকাট্য প্রমাণের ভিত্তিতে ক্লাব যে অবস্থান নিয়েছে পক্ষপাত না করে সেটি বিবেচনা করে দেখেবে।’ সিটি দাবি করেছে, বিষয়টি খুব সহজ। উয়েফা ক্লাবের বিরুদ্ধে মামলা করেছে। তারাই মামলা চালিয়েছে। বিচারও করেছে তারা। ক্লাব যত দ্রুত সম্ভব একটি স্বাধীন বিচারের দাবি জানাচ্ছে