মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল চুরির অপরাধে আলমগীর হোসেন কালা (২৯) নামক এক মেম্বারের সহযোগীকে তিন মাসের স্বশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোয়ালবাড়া থেকে ত্রাণের চাল সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আলমগীর হোসেন কালা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ড গোয়ালবাড়া গ্রামের হালিম মোল্লার ছেলে ও ৬নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান লিটুর সহযোগী। জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল চুরি করে বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও রকিবুর রহমান খানের নেতৃত্বে এসি ল্যান্ড মোহাম্মদ আল-আমিন, এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে যায়। এ সময় ৩০ কেজির আট বস্তা চাল সহ আলমগীর হোসেন কালাকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারায় তাকে তিন মাসের স্বশ্রম কারাদন্ড দেওয়া হয়। মেম্বার মিজানুর রহমান লিটুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল-আমিন জানান, ঘটনাস্থলে পৌছে চাল চুরির সত্যতা পাওয়ায় তাকে স্বশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। উদ্ধারকৃত চাল গরীবদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।