সিলেটে সামাজিক দূরত্ব না মেনেই ব্যাংকে মানুষের ঢল

মোঃ আঃ হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট :

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলোর একটি হিসেবে বিশেষজ্ঞরা যে বিষযটির দিকে সবাইকেই খেয়াল রাখতে বলছেন, তাহলো সামাজিক দূরত্ব বজায় রাখা, অর্থাৎ অন্যদের কাছ থেকে শারীরিকভাবে খানিকটা দূরে থাকা।

চুনারুঘাট উপজেলায় ব্যাংকগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে ব্যাংকগুলোতে । স্বাস্থ্যবিধি মেনে লেনদেন করার কথা থাকলেও বেশিরভাগ ব্যাংকে তা মানা হচ্ছে না।

রবিবার (১২ই জুলাই) সিলেটের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মাদবাদ ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা গেছে অনেক মানুষের ঢল, মানা হচ্ছেনা কোন প্রকার সামাজিক দূরত্ব, একজন আরেকজনের গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে আছে, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিলনা ।

জানা গেছে, মহামারী করণাতে চুনারুঘাট উপজেলায় রেড সিগনাল এবং ২ নং আহমদ ইউনিয়নে ইয়েলো সিগন্যাল জারি করা হয়েছে । এটার মানে হচ্ছে আমরা একে অপরের কাছ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকব সেখানে এভাবে পাশাপাশি লাইনে দাঁড়িয়ে কতটুকু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি সেটা প্রশ্নের ব্যাপারে….