মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট
বাংলাদেশ পুলিশ কর্তৃক সারা বাংলাদেশে আজ কমিউনিটি পুলিশং ডে উৎযাপন উপলক্ষে আজমিমীগঞ্জে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশই জনতা, জনতাই পুলিশ স্লোগান কে সামনে রেখে আজকে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শেখ মোঃ সেলিম(অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল)।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ সকল সাধারন জনতা। সভায় সভাপতিত্ব করেন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া। সভা পরিচালনা করেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন তরফদার। সভায় সন্থাস,দাঙ্গাবাজদের বিরুদ্ধে পুলিশের কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং সকল অপকর্মে লিপ্ত থাকা সকল অপরাধীদের আইনের আওতায় এনে আজমিরীগঞ্জ উপজেলা কে শান্তিপূর্ণ একটি উপজেলা গঠন। আজমিরীগঞ্জ সকল সাধারন জনতা যেন সকল প্রকার সাহায্য সহযোগিতা পায় সেই বিষষে পদক্ষেপ গ্রহণ সহ জনতার নিরাপত্তা দায়িত্ব বিষয় আলোচনা হয়। সভাপতি বক্তব্যের মাধ্যামে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।