মোঃ ইমন হোসেন, ক্রাইম রিপোর্টার:

কাল থেকে সারাদেশে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন, আটকে পড়ার আতঙ্কে কুষ্টিয়া ছাড়ছেন অনেকে। আজ সকাল থেকে কুষ্টিয়া মজমপুর গেট ও বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়।

এদিকে স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে সবাই বাসে উঠছেন। হঠাৎ করে লকডাউন ঘোষণা দেয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সরকারের নির্দেশনা অনুযায়ী ৫০ শতাংশ যাত্রী নেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এদিকে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হলেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। আজ বিকেলে ৫ টার পর দূরপাল্লার অধিকাংশ বাস বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

lockdown

এদিকে আগামীকাল সকাল ৬ টা থেকে যাত্রীবাহী বাস চলাচল এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।