দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ভারতে প্রথম ইলিশের চালান যাবে আজ রোববার দুপুরে।বেনাপোল বন্দর হয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় এ ইলিশ পৌঁছাবে। গত শনিবার ২৪ টন ইলিশের এই প্রথম চালান যাওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে রোববার যাচ্ছে।এর আগে গত বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।২৪ টন ইলিশ মাছের এই চালানে প্রতি কেজি ইলিশের দাম ছয় ডলার (প্রায় ৫০০ টাকা) ধরা হয়েছে।
শুল্কমুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান।এর আগে গত বুধবার দুর্গাপূজা উপলক্ষে ভারতে শুভেচ্ছা হিসেবে সর্বোচ্চ ৫০০ টন ইলিশ পাঠানোর অনুমতি দেয় সরকার। কেবলমাত্র একজন রপ্তাণিকারক ভারতে এই ইলিশ পাঠানোর সুযোগ নিতে পারবেন।বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো আব্দুল লতিফ বাকসি এ তথ্য জানান।
পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা পালন উৎসব আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে।আব্দুল লতিফ বাকসি বলেন, এটি রপ্তানির কোনো বিষয় নয়। দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে এই ৫০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে শুধু একবারই পাঠানো হবে।তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে।