ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে দু’শ ১০ মারা গেছেন। দেশটির হাসপাতাল সূত্রের বরাত দিয়ে শুক্রবার দিবাগত রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমনটাই জানিয়েছে। তবে শুক্রবার সকালে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৪ জনের মৃত্যুর কথা বলা হয়।
ইরানে করোনাভাইরাস (কভিড-১৯) ভয়াবহ আকার ধারণ করেছে। জানা যায়, নিহতদের বেশিরভাগই দেশটির রাজধানী তেহরান এবং কোম শহরের। কোম শহরেই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। পরে তা আশপাশের শহরে ছড়িয়ে পড়ে।
চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে ইরানে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ জনে। আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩৭৯ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৪৩৬ জন। বিশ্বব্যাপী ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস।