কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাতজন নিহত হয়েছে। গতকাল রবিবার (১ মার্চ) দিবাগত রাত থেকে আজ সোমবার ভোর ধরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে র্যাবের দাবি, তারা সবাই দুর্ধর্ষ ডাকাত জকি গ্রুপের সদস্য।
র্যাব-১৫ কম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাবের ভাষ্যমতে, ডাকাত জকি গ্রুপের সদস্যরা কক্সবাজারের টেকনাফ উপজেলায় জাদিমুরা মোছনি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে আজ সোমবার ভোরে ঘটনাস্থল থেকে সাত ডাকাতের লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ওই র্যাব কর্মকর্তা।