করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় চীনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে বল সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। 

চীনে যে কয়জন মারা গেছেন তাদের ৯০ শতাংশই হুবেই প্রদেশের লোক। গত ডিসেম্বরে এই প্রদেশ থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। 

নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১ জনে। ৫৮টি দেশে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে।  

ইরানে অর্ধশতাধিক এবং ইতালিতে ৩০ এরও বেশিসহ অন্যান্য ১০ টি দেশে মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিশ্বব্যাপী প্রায় ৯০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। চীনের বাইরে এখন এই ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে। সেখানে মারা গেছেন ৫৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। সেখানে মৃত্যু হয়েছে ২০ জনের।  

বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ ঠেকাতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, ফ্রান্সে গণজমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর দেয় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড।     

সূত্র : বিবিসি, আল-জাজিরা