চীনের করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। চীন পেরিয়ে ইরান, ইতালি, আমেরিকাতেও ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে ভাবনাচিন্তা করছেন ক্রিকেটাররাও।
বডি কনট্যাক্ট থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তাই এবার হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট দলও। শ্রীলঙ্কা সফরে হ্যান্ডশেকের বদলে ফিস্ট বাম্প করে পরস্পরকে অভিবাদন জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা।
দক্ষিণ আফ্রিকা সফরে গ্যাস্ট্রোএনট্রিওটিস ও ফ্লু’র সমস্যায় নাজেহাল হয়েছিল ইংল্যান্ডের ক্রিকেট দল। এবার তাই করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখার ব্যবস্থা নিয়েই শ্রীলঙ্কা আসছেন তারা। তারা হ্যান্ডশেক বন্ধ করার পাশাপাশি নিয়মিতভাবে হাত ধোওয়া ও স্যানিটাইজারের ব্যবহার করছেন বলে জানিয়েছেন ইংরেজ ক্যাপ্টেন জো রুট।