ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ২৩ জন শিশুকে হত্যা করেছে। গত বছরের নভেম্বরে সরকারবিরোধী বিক্ষোভের সময় ওই শিশুদের গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বরে দাবি করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

প্রসঙ্গত, গত বছরের ১৫ নভেম্বর পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আসে জনগণ। সেই বিক্ষোভ থামাতে নৃশংসভাবে হামলা চালায় পুলিশ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সে সময় তিনশ চারজন নিহত হয়েছেন পুলিশের হামলায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের নতুন প্রতিবেদনে দাবি করেছে, নিহতদের মধ্যে অন্তত ২৩ জন শিশুর ব্যাপারে তাদের কাছে তথ্য রয়েছে। এছাড়া বেসামরিক এবং নিরস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকা মানুষজনকে অযথা গুলি করে হত্যা করেছে পুলিশ।

নিহতদের পরিবারের স্বজনদের পরবর্তী সময়ে অহেতুক হয়রানি করা হচ্ছে। তাদের ওপর নজারদারি করা হচ্ছে এবং ডেকে নিয়ে গিয়ে বারবার জ্ঞিাসাবাদ করা হচ্ছে।

নিহত শিশুদের মধ্যে ২২ জনই ছেলে। তাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। ১৬, ১৭ ও ১৮ নভেম্বর তাদের হত্যা করা হয়েছে