মেয়র হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীর চর থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

কামরাঙ্গীর চর হাসপাতাল মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে তাপস বলেন, ‘মশার প্রকোপ বাড়তে শুরু করেছে। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে আগামী জুন মাসে সেটা ভয়াবহ রূপ নিতে পারে। এখন যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁদের অনুরোধ করব মশক নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে।’ তিনি বলেন, ‘এখন মানুষ মশাকে ভয় পায়। আমরা দায়িত্ব গ্রহণ করে মশক নিধনে এমন কার্যকর উদ্যোগ গ্রহণ করব, তখন মশা আমাদের ভয় পাবে।’

নবনির্বাচিত মেয়র আরো বলেন, ‘কামরাঙ্গীর চরের মানুষের গ্যাস ও যানজটের সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানের সব কিছু সিটি করপোরেশনের হাতে নেই। তার পরও এটি যেহেতু ঢাকার সমস্যা, এসবের সমাধানে অন্যান্য সেবা সংস্থাকে আমাদের কথা শুনতে হবে।’

নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাপস বলেন, ‘আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় আমি আপনাদের কাছে চিরঋণী। আপনাদের এই ঋণ পরিশোধে আমি কাউন্সিলরদের নিয়ে বাসযোগ্য ঢাকা গড়তে নিরলসভাবে কাজ করে যাব।’