কাতার প্রতিনিধি, ইমাম হোসেন
কাতারে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ছুটিতে থাকা ও নতুবভাবে কাতারে যাওয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কাতার। সোমবার (৯ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ, ইটালি, চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া এবং থাইল্যান্ড লোক আপাতত কাতার আসতে পারবেন না।
যাদের কাতারে থাকার ইকামা আছে, বা যারা পর্যটন ভিসা নিয়েছেন কিংবা যারা অন অ্যারাইভাল ভিসার সুবিধা পেতেন, সবার বেলায় এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।