যে বয়সে ফুটবল পায়ে সবুজ ঘাসে দৌড়ানোর কথা ছিল ফ্রান্সিসকো গার্সিয়ার, সে বয়সে তিনি বেছে নিলেন প্রশিক্ষকের চাকরি। অর্থ্যাৎ, ক্যারিয়ারটাই শুরু করেছেন তিনি ফুটবল কোচ হিসেবে। কিন্তু কে জানতো, ক্যারিয়ারটা প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যাবে!

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে যাওয়ার পর জানতে পারেন লিউকেমিয়া রোগেও আক্রান্ত ছিলেন গার্সিয়া। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ক্লাবের সভাপতি পেপ বুয়েনো।

“ফ্রানসিস্কো ছিল দারুণ ছেলে এবং খুবই প্রতিভাবান কোচ। আমরা এখনও স্তম্ভিত। রোববার রাত ৭টার দিকে হাসপাতাল থেকে ফোন করে আমাকে বলা হয়, তার অবস্থা স্থিতিশীল। কিন্তু এর এক ঘণ্টা পরই…

“করোনাভাইরাস তার একটি খারাপ অসুস্থতার সাথে মিলে গিয়েছিল। আমি এখনও এটা বিশ্বাস করতে পারছি না।”

ইউরোপে ইতালির পর নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৪৪ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৭ জনে।