করোনাভাইরাস আতঙ্কে অবশেষে আজ রাত থেকেই কার্যত লকডাউন হয়ে যাচ্ছে যুক্তরাজ্য! করোনাভাইরাসের বিস্তার কমাতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন বরিস জনসন। তাই যুক্তরাজ্যজুড়ে সমস্ত ক্যাফে, পাব, রেস্তোঁরা, জিম ও অন্যান্য অনুরূপ স্থানগুলো স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
প্রত্যেক মাসেই অবস্থা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। যারা রেস্টুরেন্টে বা অন্যান্য ক্ষেত্রে কাজ করেন সর্বোচ্চ ২৫০০ পাউন্ড মাসে অর্জন করেন তাদের বেতনের ৮০ ভাগ সরকার দিবে বলে চ্যান্সলর ঋষি সুনাক ঘোষণা দিয়েছেন।
১২ হাজার বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে পুরো যুক্তরাজ্য জুড়ে। সেখানে লক্ষাধিক মানুষ কাজ করেন। তবে ১০ ডাউনিং স্ট্রিটের প্রেস বিফ্রিংয়ের বক্তব্যে বরিস জনসন বলেন, আপাতত শারীরিকভাবে দূরত্ব বজায় রেখে হোম ডেলিভারি দেওয়া যাবে।