মোঃ খাইরুল ইসলাম, ভান্ডারিয়া প্রতিনিধি।

ভান্ডারিয়ায় করোনা আতঙ্কে হঠাৎ করে মূহুর্তের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে।
এর প্রেক্ষিতে শনিবার(২১মার্চ) ভান্ডারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ তৌহিদুল ইসলাম।
জানা গেছে, শনিবার বিকালে সাপ্তাহিক হাটের দিন এক ঘন্টার মধ্যে বেশি মূল্যে আদায় করে পেয়াজ আলু বিক্রি বন্ধ করে দেয় বিক্রেতারা।
ভান্ডারিয়া পৌরশহরে পেঁয়াজের মূল্য খুচরা বাজারে ছিল ৪০ টাকার পেয়াজ বেড়ে গিয়ে ৬০ টাকা মূল্যে বিক্রি হয়। রুসন, আলু, চাউলসহ বেশ কিছু নিত্য পন্য সামগ্রীর দাম বৃদ্ধি করে বিক্রি হচ্ছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা চাল-পেঁয়াজসহ নানা রকম নিত্যপণ্যের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে বিক্রি শুরু করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম জানায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে ও ভান্ডারিয়া পৌর শহরে আড়াৎ গুলিতে অভিযান পরিচালনা করে চাউলের আড়ৎদাড় আলমীর কবিরাজ কে ৫০০০ টাকা, মুদি ও মনোহারী বিক্রেতা মোস্তফা শাহ কে ২০০০ টাকা, বিভিন্ন কাচামালে আড়ৎদার মোঃ সেলিম জোমাদ্দার ১০০০০ টাকা জরিমানা করা হয়।