মোঃ রাকিবুল ইসলাম রিগ্যান।

সরকারি হিসেবে যে পরিমাণ প্রবাসী বরিশাল বিভাগে এসেছেন তার থেকে অনেক কম প্রবাসীকে কোয়ারেন্টিনে নেওয়া সম্ভব হয়েছে। সম্প্রতি দেশে প্রবেশ করা প্রবাসীদের মধ্যে বরিশাল বিভাগের ১০ হাজার প্রবাসীর বিষয়ে কিছুই জানেন না জেলা প্রশাসন।

ফলে চরম ঝুঁকির মধ্যে রয়েছে পুরো বরিশাল বিভাগ। শনিবার (২১ মার্চ) সকাল পর্যন্ত ১০৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া বরগুনা ও বরিশাল জেলায় ২ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। সম্প্রতি দেশের ৭টি বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে সরকার।

তবে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনে এ বিভাগের পিছিয়ে পড়ার শঙ্কাও করছেন অনেকে। বিভাগের অধিকাংশ লোকজন চিকিৎসা সেবা নিতে নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতালসহ নগরীর বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভিড় করেন। কিন্তু সে হিসেবে প্রস্তুতি খুবই নগণ্য।

ফলে চরম ঝুঁকির মধ্যে রয়েছে পুরো বরিশাল বিভাগ। আর তাই এ বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের জোর দাবি বাসিন্দাদের।