দেশের ৬৮ কারাগারে মোবাইল ফোনের মাধ্যমে বন্দিদের সঙ্গে স্বজনদের যোগাযোগ শুরু হয়েছে। করোনাভাইরাসের কারণে দেশজুড়ে সার্বিক পরিস্থিতি অবনতির আশঙ্কার মধ্যেই রোগটি প্রতিরোধে নতুন ব্যবস্থা নিল কারা কর্তৃপক্ষ। 

গতকাল মঙ্গলবার রাতে বন্দিদের সঙ্গে স্বজনদের যোগাযোগের জন্য মোবাইলের ব্যবস্থার বিষয়টি কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশের ৬৮ কারাগারের সবগুলোতে সিমসহ মোবাইল সরবরাহ করা হয়েছে। শুধু সাধারণ বন্দিদের সঙ্গে স্বজনদের কথা বলার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

তবে কারাগারে থাকা জঙ্গি, চাঞ্চল্যকর ও চাঁদাবাজির মামলায় আসামিরা এ সুবিধা পাবেন না। এছাড়া বন্দিদের কথাবার্তা মনিটরিং করা হবে বলেও জানিয়েছে কারা কর্তৃপক্ষ।