বিশ্বজুড়ে এখন পর্যন্ত চার লাখ ২২ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ১৮ হাজার নয় শতাধিক মানুষ মারা গেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, চীনেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে।
চীনে মঙ্গলবার রাত পর্যন্ত ৮১ হাজার দু’শ ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে তিন হাজার দু’শ ৮১ জন মারা গেছেন। খুশির খবর হলো, আক্রান্তদের মধ্যে ৭৩ হাজার ছয়শ ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চীনের পরেই ইতালিতে আক্রান্তের হার বেশি। ইতালিতে গতকাল রাত পর্যন্ত ৬৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ছয় হাজার আটশ ২০ জন মারা গেছেন।
বর্তমানে ইতালিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শঙ্কা, পরবর্তী সময়ে ইতালির চেয়েও বেশি মৃত্যু হতে পারে যুক্তরাষ্ট্রে। গত বুধবার সে দেশে তিন হাজার পাঁচশ জন আক্রান্ত ছিলেন। গতকাল রাত পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার নয়শ ৭৬ জন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৫২ রাজ্যে এই সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। তার মধ্যে অন্তত সাতশ পাঁচ জন মারা গেছেন। ডাব্লিউএইচও বলছে, ইতালির পর যুক্তরাষ্ট্রে ভয়াবহ পরিণতি হতে পারে।