নতুন গবেষণায় দেখা গেছে, যাত্রীবাহী জাহাজের ধাতব মেঝেতে ১৭ দিন পরেও করোনাভাইরাসের উপস্থিতি ছিল। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি যে কেবিনে ছিলেন, তিনি সেখান থেকে বের হয়ে যাওয়ার ১৭ দিন পর পরীক্ষা করে এটি দেখা গেছে।
জানা গেছে, ডায়মন্ড প্রিন্সেস যাত্রীবাহী জাহাজে ওই ঘটনা প্রত্যক্ষ করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, পরীক্ষার জন্য কেবিনটি জীবাণুনাশক না করে রেখে দেওয়া হয়েছিল। তবে ঠিক কিভাবে এতো দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে ভাইরাসটি, তা উদঘাটন করতে পারেননি গবেষকরা। বিষয়টি জানার পর থেকেই গবেষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।
মার্কিন গবেষক এবং সেন্টার ফর ডিজিস অ্যান্ড কন্ট্রোল প্রিভেনশনের প্রধান ডা. টম প্রিডেন বলেন, মশা যেমন ম্যালেরিয়া ছড়ায়, এঁটেল পোকা রোগ ছড়ায়, তেমনি জাহাজে এটি ছড়িয়ে গেছে। কিন্তু কিভাবে এটি ছড়াল, তা এখনো জানা যায়নি।
এদিকে ডায়মন্ড প্রিন্সেস এবং গ্র্যান্ড প্রিন্সেস যাত্রীবাহী জাহাজে আট শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে অন্তত ১০ জন মারা গেছেন।
জানা গেছে, আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ১৭.৯ শতাংশের শরীরে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায়নি।