প্রশ্ন : আমি অনেক সময় রাতের বেলা ঘুম ভেঙে গেলে উঠে নামাজ পড়ি। কিন্তু আমাদের পরিবারের যাতে ঘুমের ব্যাঘাত না হয়, তাই বাতি নিভিয়ে নামাজ পড়ি। প্রশ্ন হলো, অন্ধকারে কি নামাজ পড়া যাবে?

—আজগর হোসেন, হাতিরপুল, ঢাকা।

উত্তর : অন্ধকারে নামাজ পড়া যাবে। কোনো অসুবিধা নেই। (বুখারি, হাদিস : ১/৭৩, ফাতাওয়া মাহমুদিয়া : ৬/৬৮৪)