ক্রমেই ছড়িয়ে পড়ছ করোনাভাইরাস। ক্ষুদ্র এই ভাইরাসের আতঙ্কে গোটা পৃথিবী লকডাউন হয়ে গেছে।  ঘরবন্দি জীবন পার করছেন অধিকাংশ মানুষ। বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা নানাভাবে অলস সময় কাটাচ্ছেন। অনেকেই ঘরের কাজ করছেন, রান্না করছেন, বাগান করছেন। অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক ম্যাগ ল্যানিংও বসে নেই। তিনি আছেন পড়াশোনা নিয়ে।

ক্রিকেটে বিখ্যাত হয়ে অনেকেই পড়াশোনা বাদ দিয়ে দেন। আবার অনেকে দুটোই পাশাপাশি চালিয়ে যান। বাংলাদেশের ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম তার জ্বলন্ত উদাহরণ। এই সুপারস্টার এমফিল করছেন। তবে ম্যাগ ল্যানিংয়ের ‘পড়াশোনা’র ব্যাপারট একটু আলাদা। করোনার অবসরে তিনি ‘লেভেল থ্রি’ কোচিং শেষ করে ফেলতে চান।

এখানেই শেষ নয়, ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যাপারেও আগ্রহ আছে। কোচিং শিক্ষার পর ব্যবসায় শিক্ষা অথবা স্পোর্টস ম্যানেজমেন্টের ওপর বিশ্ববিদ্যালয় ডিগ্রি নিতেও আগ্রহী সদ্য দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ল্যানিং। সোশ্যাল সাইটে তিনি লিখেছেন, ‘কিছু করতে পারছি না বলে খারাপ লাগছে। কোচিং কোর্স শেষ করতে পারলে আমি একটু স্থির হতে পারব।’