বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮ লাখ পেরিয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত এ ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়েছেন।
এ অতিমারিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৩৯ হাজার মানুষ। আর আক্রান্ত হওয়া পর সেরে উঠেছেন ১ লাখ ৭২ হাজার ৩১৯ জন।
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান শহরে ছড়িয়ে পড়ে। এরপর থেকে গত তিন মাসে দেশে দেশে ছড়িয়ে পড়ে মহামারি হিসেবে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬৪ হাজার ৩৫৯ জন আক্রান্ত হয়েছে। দেশটিতে মারা গেছেন ৩ হাজার ১৭৩ জন। দ্বিতীয় আক্রান্ত হিসেবে ইতালিতে ১ লাখ ১ হাজার ৭৩৯ জন সনাক্ত হয়েছেন। তবে মৃতের দিক থেকে দেশটি ভয়াবহতার শিকার হয়েছে। ইতালিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১ হাজার ৫৯১ জন। আক্রান্তের দিক থেকে স্পেন তৃতীয়। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪১৭ জন। মারা গেছেন ৮ হাজার ১৮৯জন।
অন্যদিকে চীন থেকে এ ভাইরাস শুরু হলেও দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫১৮ জন। মারা গেছেন ৩ হাজার ৩০৫ জন। এছাড়া জার্মানিতে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৫১ জন। দেশটিতে মারা গেছেন ৬৫১জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬০৫ জন। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮৯৮ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৫০ জন। মারা গেছেন ৩ হাজার ২৪ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৪১ জন। মারা গেছেন ১ হাজার ৪০৮ জন। সুইজারল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৭৬ জন, মারা গেছেন ৩৭৩ জন। বেলজিয়ামে ১৩ হাজার আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৭০৫ জন।
সূত্র : সমকাল