মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মামুন রহমানের ৩টি মাটিকাটা ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খনন করে মাটির ব্যবসা করে আসছিল মামুন রহমান ও করিম মোল্লা। মাটি কাটার জন্য এলজিইডির একটি সড়ক নষ্ট সহ বেশকিছু ফসলি জমি নষ্ট হয়ে যায়। এনিয়ে এলাকার লোকজন বাধা দিলে পেশি শক্তি প্রয়োগ করে মামুন রহমান ও করিম মোল্লা ব্যবসা পরিচালনা করছিলেন। ইতিপুর্বে প্রশাসনের পক্ষ হতে মাটি কাটা বারন সহ আর্থিক জরিমান করা হয় এদের। এসব কিছু উপেক্ষা করে পুনরায় একই জায়গা হতে তারা মাটি কেটে রাস্তা নষ্ট করে ফেলে।

বুধবার সকালে মানিকদাহ এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হদের খোজ-খবর নিতে এবং উন্নয়ন মুলক কাজের পরিদর্শনে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী সহ উপজেলা নিবার্হী কর্মকর্তা রাকিবুর রহমান খান ও সহকারি কমিশনার (ভুমি) আল-আমিন উক্ত এলাকা পরিদর্শন করেন। সেসময় বিক্ষুদ্ধ এলাকার লোকজন প্রশাসনের উর্দ্ধতন লোকজনদের কাছে পেয়ে অবৈধভাবে মাটি টানা ৩টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। মাটি কাটা বন্ধ সহ কতিপয় নেতাদের অত্যাচারের হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য প্রশাসনের লোকজনের কাছে দাবি তোলেন এলাকাবাসি। শত শত জনতার দাবির মুখে অবৈধ ভাবে মাটির ব্যবসায়ী করিম মোল্লা, জাহিদুল সেক, জাহিদ হাওলাদারকে তাৎক্ষনিক আটক করে পুলিশে হস্তান্তর করে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান বলেন, উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গি ঈদগাহ্ নেংরার মোড় এলাকায় ছিদ্দিক মোল্লা ও আক্কাচ মোল্লার পুকুর কিনে করিম মোল্লা ও মামুন রহমান মাটির ব্যবসা করে আসছিল।

এতে করে এলাকার ফসলি জমি নষ্ট সহ রাস্তার বেশ ক্ষতি সাধন হচ্ছিল। বিক্ষুদ্ধ এলাকাবাসি আজ সকালে প্রশাসনের লোকজন দেখতে পেয়ে অনেকটা নিজেদের সাহস জুগিয়ে উপস্হিত ৩টি ট্রাকে আগুন দেয়। আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে ভেকু আটক সহ মাটি ব্যবসায়ী ৩ জনকে আটক করি।এ ব্যাপারে উপজেলা সহাকরি কমিশনার (ভুমি) আল-আমিন বলেন, বিক্ষুদ্ধ গ্রামবাসি ট্রাক ৩টি পুড়িয়ে দিয়েছে। আমরা ঐখান হতে তিনজনকে আটক করেছি। পরে এদের ভ্রাম্যমান আদালত বসিয়ে শাস্তি প্রদান করা হবে।ফরিদপুর ৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমরা দৌড়ঝাপ করে এলাকার উন্নয়নের জন্য রাস্তা নির্মান করে দিচ্ছি আর সুযোগ সন্ধানী কিছু নামধারী নেতা তাদের স্বার্থ হাছিল করার জন্য পরিবেশ নষ্ট করবে এটা হতে পারেনা। অন্যায় কারি যেই হোক তাকে আইনের আওতায় এনে শান্তি প্রদান করার জন্য প্রশাসনের প্রতি আহবান করছি।

যুবলীগ সভাপতি ও এলাকার প্রভাবশালী করিম মোল্লার ট্রাকে আগুন দিয়ে এবং তাদের আটক করে পুলিশে হস্তান্তরে এলাকাবাসি আতংঙ্কে সময় পার করছে। এলাকার শান্তি ফিরিয়ে আনতে এলাকায় পুলিশ মোতায়েন সহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।