যুক্তরাজ্যে লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন স্যার কেইর স্টার্মার। তিনি সদ্য সাবেক নেতা জেরেমি করবিনের স্থানে স্থলাভিষিক্ত হলেন এবং প্রভাবশালী এই দলটির আগামী নেতৃত্ব দেবেন।
নির্বাচিত হয়েই তিনি ঘোষণা দিয়েছেন, লেবার পার্টিকে নিয়ে নতুন যুগে প্রবেশ করবেন। এই যুগ হবে আত্মবিশ্বাস ও আশার। নির্বাচনে কেইর স্টার্মার পেয়েছেন ৫৬.২ শতাংশ ভোট।
দলের প্রধান নির্বাচনে ভোট দিয়েছেন ব্রিটেনের লেবার পার্টির সমর্থক ও সদস্যরা। এতে ৫৭ বছর বয়সী কেইর স্টার্মার হারিয়ে দিয়েছেন অপর দুই প্রতিদ্বন্দ্বী লিসা ন্যান্ডি ও রেবেকা লং-বেইলিকে।
ব্যক্তি জীবনে তিনি একজন আইনজীবী। ২০১৫ সালে তিনি প্রথম এমপি নির্বাচিত হন।
জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলেছেন। আগামী সপ্তাহে করোনাভাইরাস সংকট নিয়ে তাঁর সঙ্গে আলোচনায় বসবেন স্টার্মার।