আতিকুর রহমান- মোহাম্মাদপুর প্রতিনিধি
কোন এলাকায় কত জন শনাক্ত
ধানমন্ডি ১৪
বাসাবো ১২
যাত্রাবাড়ি ১১
লালবাগ ১৩
মিরপুর১১ -১০
মোহাম্মদপুর ১২
টোলারবাগ ১৯
উত্তরা ১৭
ওয়ারি ১৬
এছাড়া মিরপুরে ১এ শনাক্ত হয়েছে ৫ জন, মিরপুর ১২তে ৮জন, মিরপুর ১০ এ পাঁচজন শনাক্ত হয়েছে।
হাজারীবাগে শনাক্ত হয়েছে আটজন।
মহাখালী, বনানী, বংশালে শনাক্ত হয়েছে সাতজন করে।
শান্তিনগরে শনাক্ত হয়েছে পাঁচজন।
বসুন্ধরায় শনাক্ত হয়েছে চারজন, বাড্ডায়ও চারজন শনাক্ত।
চকবাজারে শনাক্ত হয়েছে চারজন।
গুলশানে শনাক্ত হয়েছে চারজন।
বেইল রোডে শনাক্ত হয়েছে তিনজন
তেজগাওতে শনাক্ত হয়েছে তিনজন।
জিগাতলায় শনাক্ত হয়েছে তিনজন।
শোয়ারিঘাটে শনাক্ত হয়েছে তিনজন।
বাবুবাজারে শনাক্ত হয়েছে তিনজন।
এছাড়া ২জন করে শনাক্ত হয়েছে- আগারগাঁও, আজিমপুর, হাতিরপুল, ইসলামপুর, জেলগেট, কোতোয়ালি, লক্ষীবাজার, মালিবাগ, মিরপুর ১৩, নারিন্দা, পুরানা পল্টন, পীরেরবাগ, রাজারবাগ, শাহ আলী বাগ, শাহবাগ, সুত্রাপুর।
অন্তত একজন করে শনাক্ত হয়েছে- আদাবর, আশকোনা, বেগুনবাড়ি, বেরিবাধ, বসিলা, বুয়েট এলাকা, ঢাকেশ্বরী, ধোলাইখাল, দয়াগঞ্জ, ইস্কাটন, ফার্মগেট, হাতিরঝিল, কামরাঙ্গীরচর, কাজীপারা, কদমতলী, মানিকদি, মিটফোর্ড, মুগদা, নওয়াবপুর, নিকুঞ্জ, রামপুরা, রায়েরবাজার, সায়েদাবাদ, সিদ্ধেশ্বরী, শনির আখড়া, উর্দু রোড।