গাজীপুর প্রতিনিধি:
রাত ১১টার দিকে কেয়া স্পিনিং কারখানার তুলার গুদামে আগুন লাগে। পরে মুহুত্বের মধ্যে আগুন টিনশেডের পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
গাজীপুরের কোনাবাড়ি থানাধীন জরুন এলাকায় প্রায় একই সময় কেয়া স্পিনিং মিলের তুলার গুদামে ও দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লেগেছে। শনিবার রাত ১১টার দিকে কেয়া স্পিনিং এবং রাত ৯টার দিকে দেওয়ালিয়াবাড়ি এলাকায় ১৫টি ঝুট গুদামে আগুন লাগে।
কেয়া নিট কম্পোজিট কারখানার এডমিন ম্যানেজার মো. আলতাফ হোসেন জানান, রাত ১১টার দিকে কেয়া স্পিনিং কারখানার তুলার গুদামে আগুন লাগে। পরে মুহুত্বের মধ্যে আগুন টিনশেডের পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া মন্ডল জানান, জরুন এলাকায় কেয়া স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ৩টি, টঙ্গী ১টি, ডিবিএল ২টি, ইপিজেড ফায়ার সার্ভিসের ১টিসহ মোট ৭টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম জানান, রাত ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে আশপাশে আরো ১৪টি টিনশেডের তৈরি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি, জয়দেবপুর ১টি, ডিবিএল ১টি ও ইপিজেড ফায়ার সার্ভিসের ১টি মোট ৬টি ইউনিট কর্মীরা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরিভাবে নেভানোর কাজ চলছে। আগুনের টিনশেডের ১৫টি গুদাম ও ঝুট পুড়ে গেছে।