গত মার্চের ২৯ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। কিন্তু করোনাভাইরাসের কারণে আইপিএলের ভবিষ্যত ক্রমেই আবছা হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত ঘোষণা করেছে। আইপিএল বাতিল হলে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এই ক্ষতি সামাল দিতে এখন থেকেই বিকল্প ভাবছেন আয়োজকেরা। এর মাঝেই আইপিএল নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন ভারত এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।
ভারতে এখন পর্যন্ত করোনাআক্রান্তের সংখ্যা সাড়ে ১২ হাজার। মারা গেছে ৪ শতাধিক মানুষ। এই অবস্থায় ভারত যদি আইপিএল আয়োজন করতে না-ই পারে, তবে করোনা থেকে অনেকটাই নিরাপদে থাকা শ্রীলঙ্কা এই টুর্নামেন্ট আয়োজনে ইচ্ছুক। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা বলেন, ‘যদি আইপিএল বাতিল হয়ে যায়, তবে ৫০০ মিলিয়ন ইউএস ডলারের বেশি লোকসান করবে। তাই তাদের জন্য অন্য দেশে টুর্নামেন্টটি আয়োজন করতে পারলে ভালো হবে, যেমনটা হয়েছিল ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায়।’
লঙ্কান বোর্ড প্রধান দাবি করেন, বিসিসিআইয়ের কাছে তারা আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছেন। তবে বিসিসিআই বলছে অন্য কথা। লঙ্কান বোর্ডের পক্ষ থেকে কোনো প্রস্তাবই নাকি তারা পায়নি। আর অন্য দেশে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আলোচনাও হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেন, ‘সারা বিশ্বে এটা (করোনা) কখন বন্ধ হবে, বিসিসিআই তো সেটা বলতে পারবে না। শ্রীলঙ্কা ক্রিকেটের কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোনো প্রস্তাব পাইনি। ফলে আলোচনা করার প্রশ্নই আসে না।’