COVID-19 এ আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাসুদ হাসানকে আজ রাতে এয়ার এ্যাম্বুলেন্সযোগে খুলনা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে

উড্ডয়ন করলো করোনাভাইরাস(COVID-19) এ আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ হাসানকে বহনকারী এয়ার এম্বুল্যান্স।

আজ এ করোনা ফাইটারকে ঢাকায় নেয়ার জন্য জেলা প্রশাসক, খুলনা এবং সভাপতি, জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি জনাব মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের তড়িৎ পদক্ষেপের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনান্তে এ এয়ার এম্বুল্যান্স এর ব্যবস্থা করা হয়।

করোনাভাইরাস সংক্রমণ থেকে অতি দ্রুত সুস্থ হয়ে ডা. মাসুদ হাসান আবার আমাদের মাঝে ফিরে আসুক সৃষ্টিকর্তার কাছে সমগ্র খুলনাবাসীর এই প্রার্থনা রইলো।