আগামীকাল মঙ্গলবার থেকে ভারতে নিয়ন্ত্রিত মাত্রায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আপাতত চালানো হবে ১৫ জোড়া বিশেষ ট্রেন। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিরর কারণে প্রায় দুই মাস বন্ধ আছে মেইল, এক্সপ্রেস ও শহরতলির ট্রেন চলাচল। খবর এনডিটিভির

রবিবার এক টুইটারে দেশটির রেলমন্ত্রী পীযুষ গয়াল জানিয়েছেন, সোমবার বিকেল ৪টা থেকে একমাত্র আইআরসিটিসির মাধ্যমে কাটা যাবে টিকিট। স্টেশনের ম্যানুয়াল টিকিট কাউন্টার বন্ধ থাকবে। 

রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, মঙ্গলবার থেকে ১৫ জোড়া বিশেষ ট্রেন চলবে। দিল্লি থেকে দেশের অন্য শহরকে যুক্ত করবে এই পরিষেবা। সেই তালিকায় আছে পশ্চিম বাংলা, আসাম, বিহার, ছত্তিশগড়, গুজরাত, জম্মু, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা আর ত্রিপুরা। 

নির্দেশিকায় স্বাস্থ্যবিধি প্রসঙ্গে বলা হয়েছে, যেসব যাত্রীদের কনফার্ম টিকিট থাকবে তারাই একমাত্র নয়াদিল্লি স্টেশনে ঢুকতে পারবেন। যাত্রীদের সবাইকে মাস্ক পরে আসতে হবে। স্টেশনে ঢোকার মুখে খুঁটিয়ে পরীক্ষা করা হবে যাত্রীদের। যাদের করোনা উপসর্গ থাকবে তারা যেতে পারবেন না।