সানাউল্লাহ দোহা (কাতার) প্রতিনিধি
আজ ১৫ মে (শুক্রবার) ২০২০ ইংরেজি। কাতারে আজকে নতুন করে আরও ১১৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৯৪২৫ জন, এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ২৫৮৬৫ জন। আজকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯০ জন, সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ৩৫৪৬ জন। কাতারে এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি, ৯ জন কাতারে বসবাসকারী ও ১ জন কাতারী নাগরিক।
আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন। আমি এম এ সালাম, একজন সংবাদকর্মী হিসেবে আপনাদেরকে বলবো অযথা বাইরে ঘুরাফেরা করবেন না। রাস্তার পাশে আড্ডা দেয়া বা দলবেঁধে ঘুরাঘুরি করা থেকে বিরত থাকুন। মসজিদের সামনে বা বাসার ছাঁদে নামাজের জন্য জমায়েত হবেন না। কাতারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের নির্দেশনা মেনে চলুন। কাতারের আইনলঙ্ঘন করলে ৩ বছরের জেল অথবা ২ লক্ষ কাতারী রিয়াল জরিমানার বিধান করেছে দেশটির সরকার। আপনি যেখানেই থাকেন ভালো থাকেন। সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদে রাখুক।