মাসুদ রানা:
কোভিড-১৯ করোনা সারাবিশ্বে এক আতঙ্কের নাম বিশ্ব নেতৃবৃন্দ এই মরণঘাতী ভাইরাসের বিরুদ্ধে আমরণ লড়াই করে যাচ্ছেন।
কোনো কূলকিনারা পাচ্ছেন না ।গত ৮ মার্চ ২০২০ইং বাংলাদেশে প্রথম এ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলে।ঠিক তখনি দিশেহারা হয়ে পড়ে অসংখ্য কর্মহীন মানুষ তারই ধারাবাহিকতায় সময়ের জনপ্রিয় মানবিকতার দুই উজ্জল নক্ষত্র ,ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব,রবিউল হাসান ও দাগনভূইয়া উপজেলার পরিশ্রমী কর্মঠো মানবিক মেয়র জনাব,ওমর ফারুক খান ও দাগনভূইয়া উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন,সহ প্রতিনিয়ত নিরলস কাজ করে যাচ্ছেন অনেক নেতা কর্মী।আজ ২১মে শুক্রবার দাগনভূইয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব রবিউল হাসান ও পৌর মেয়র মাননীয় প্রধানমন্ত্রী দেয়া শিশুদের জন্য ঈদ উপহার দাগনভূইয়া উপজেলার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নিজেদের হাতে অসহায় হতদরিদ্র গরীব পরিবারের মধ্যে শিশু ঈদ উপহার টি তুলে দেন,ইউএনও রবিউল হাসান ও ও পৌর মেয়র ওমর ফারুক খান।শিশু উপহার সামগ্রী দান কালে ইউএনও ও পৌর মেয়র সাংবাদিকদের বলেন, বলেন, সরকারি উদ্যােগের পাশাপাশি,বেসরকারি উদ্যোগের মানুষ মানুষের জন্য নিজ উদ্দ্যাগে এই পরিস্থিতিতে সকলকে এগিয়ে আশার ও আহ্বান জানিয়েছেন ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করে সকলকে যতটুকু সামথ্য অনুযায়ী এগিয়ে আশা খুব জরুলী বলে মনে করেন।