সানাউল্লাহ , দোহা(কাতার)প্রতিনিধি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি চার্টার্ড ফ্লাইটে (বিজি৪০৫৭) মোট ১৬ জন বাংলাদেশী নাগরিক কাতার থেকে বাংলাদেশে ফিরে গেছেন। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইটটি কাতারের জন্য কোন বিশেষ ফ্লাইট ছিল না বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস সূত্রে জানা গেছে. ভিজিট ভিসায় কাতারে এসে আটকাপড়া বাংলাদেশী নাগরিক এবং বিশেষকরে নারী ও শিশুদের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়টি প্রাথমিকভাবে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে ।

এ পর্যন্ত দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন মোট ৩২ জন। এঁরা ভিজিট ভিসায় কাতারে বেড়াতে এসেছিলেন।

তাদের মধ্যে ১৬ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটটিতে টিকেট কেটে বাংলাদেশে ফিরে গেছেন।

তবে কাতার থেকে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য কোনো বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে কিনা, সে সম্পর্কে কিছু জানা যায়নি।