শাহাদাত হোসেন ভূইয়া, নোয়াখালী প্রতিনিধি
প্রতিদিন প্রায় ২৫০ টা কিটের চাহিদা থাকলেও পর্যাপ্ত কিট সরবারাহের অভাবে পরীক্ষা বন্ধ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীব পরীক্ষার।গত ১২ ই মে উদ্বোধন হয় এই পরীক্ষাগারটি।গত কয়েকদিন থেকে কিটের অভাবে কার্যক্রম বন্ধ।এখনও ২৫০ টা নমুনা অপেক্ষামান কিট হাতে ফেলে সেগুলোর পরীক্ষা হবে।এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ বাহাদুর বলেন আমরা আবেদন করেছি ৩/৪ দিনের মধ্যে পাবো বলে আশা করি।তিনি আরও বলেন এই পরীক্ষাগারের সাথে সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হল তারা সবাই এই বিষয়ে খুবই আন্তরিক।অতি শিগ্রহী কিট না পেলে এই পরীক্ষাগারটি অকার্যকর হয়ে পড়বে।