সানাউল্লাহ, দোহা (কাতার) প্রতিনিধি
কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ
কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে বাংলাদেশ সরকার।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ১৪ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশক্রমে এই আদেশে স্বাক্ষর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দীন নোমান চৌধুরী।
আসুদ আহমদ পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। কাতারে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অণু বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী পেশাদার রাষ্ট্রদূত আসুদ আহমদ ২০১৫ সালের অক্টোবর থেকে কাতারে দায়িত্ব পালন করে আসছেন।
সম্প্রতি তাকে গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।